টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ খাদেমুল ইসলাম মাষ্টার আর নেই । তিনি শনিবার ( ৩০ এপ্রিল) দুপুর ২ ঘটিকায় এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ী তাহার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন এ শিক্ষক নেতা।
নানামুখী প্রতিভার অধিকারী খাদেমুল ইসলাম মাষ্টার একজন আদর্শবান সাহসী শিক্ষক হিসেবে জেলার শিক্ষক সমাজে ব্যাপক পরিচিত ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি সমাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজেও সুনামের সাথে নেতৃত্ব দিয়েছেন। তার শিক্ষকতা জীবনে তিনি কালিহাতী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।
শনিবার রাত সাড়ে ৯ টায় রাজাবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
জানাজায় টাঙ্গাইল-৪ ( কালিহাতী) আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, এফবিসিসিআইয়ের পরিচালক আবু নাসের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী, সাবেক মেয়র শাফি খান, বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসমত আলী নেতা, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল্লাহ সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম শোভা, এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার, কৃষকদলের সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক হিরু, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ খান, সাধরণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা,উপজেলা বাকশিসের সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোবহান তালুকদার , উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ মোল্লা, যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ সহস্রাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।
এর আগে খাদেমুল ইসলাম মাষ্টারের মৃত্যুর খবর ছড়িয়ে পরলে দূর দূরান্ত থেকে শত শত মানুষ তাকে একনজর দেখতে ছুটে চলে আসেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post