টাঙ্গাইলের নাগরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামালায় এক যুবক নিহত হয়েছেন। আরো দুইজন আহত হয়েছেন। সোমবার(৯ মে) সকালে উপজেলার মোকনা ইউনিয়নের ডাকাতমারা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সুমন মিয়া (২৭) কাজীবাড়ী গ্রামের মোতালেব মিয়ার ছেলে। আহতরা হলেন একই গ্রামে আব্দুর রশিদ (৫৭) ও সুজন মিয়া (২২)।
জানা যায়, উপজেলার মোকনা ইউনিয়নের ডাকাতমারা গ্রামের রশিদের সাথে সৎ ভাই আতোয়ারের দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। সোমবার সকালে রশিদের নাতি মারুফ হোসেন (১৩) স্কুলে যাওয়ার জন্য বাড়ী থেকে বের হয়। এসময় মারুফকে জোর করে তুলে নিয়ে তার বসতবাড়ী ঘরে আটক রাখেন। মারুফের আটকের খবর পেয়ে সিএনজি চালিত অটোর চালক সুমন ও দাদা রশিদ আতোয়ারের বাড়ীতে যান। আতোয়ার লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের গুরুতর আঘাত করেন। পরে রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী দুইজনকে উদ্ধার করে মির্জাপুর হাসপাতালে নেওয়ার পথে সুমন মারা যান।
নিহতের চাচাতো ভাই মাসুদ রানা বলেন, নিহতের স্ত্রী ও এক ছেলে এক মেয়ে রয়েছে। আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post