হবিগঞ্জের লাখাই উপজেলার ২নং মোড়াকড়ি ইউনিয়নের জিরুন্ডা কড়রুট তাজুল ইসলামের পুরাতন বাড়ীর সামনে ২০১৫-১৬ অর্থ বছরে একটি কালভার্ট নির্মাণ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
কালভার্টটি নির্মাণ করতে খরচ হয় ২৪ লাখ ৪৫ হাজার ৯৮৬ টাকা। তবে সেতুটির দুই পাশে সংযোগ সড়ক না থাকায় কালভার্টটি অকেজো হয়ে পড়ে আছে নির্মানের পর থেকেই। বর্তমানে স্থানীয় গৃহীনিরা কালভার্টটিতে গোবর শুকানোর কাজে ব্যবহার করছেন।
কালভার্টটি যেখানে নির্মাণ করা হয়েছে তার দুই পাশে কাঁচা রাস্তা। কালভার্টের সাথে সংযোগ সড়ক নির্মাণের কথা ছিল। তবে নির্মাণের এত বছর পার হলেও তা সংযোগ সড়ক তৈরি হয়নি। এ কারণে কালভার্টটি কোনো কাজেই আসেনি। কালভার্টের ওপর গোবর শুকিয়ে জ্বালানি তৈরি করা হচ্ছে।
জিরুন্ডা গ্রামের কৃষক রবি চৌধুরী জানান, তাজুল ইসলামের বাড়ীর সামনে যে কালভার্টটি নির্মাণ করা হয়েছে, সেটি ভালো উদ্যোগ ছিল। সেটি প্রথম থেকেই অকেজো হয়ে পড়ে আছে। এখন কালভার্টটি গোবর শুকানো ছাড়া আর কোনো কাজে আসে না।
২নং মোড়াকড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা বলেন, এ কালভার্টটির দু’পাশে সংযোগ সড়ক নির্মাণের জন্য একাধিকবার বলেছি। বাজেট না থাকায় কালভার্টটি নিয়ে আর কাজ করা হয়নি। তবে কালভার্টটি দুপাশে রাস্তা হলে, কৃষকরা অনেক লাভবান হবেন।’
হবিগঞ্জ (লাখাই) প্রতিনিধি
Discussion about this post