টাঙ্গাইলের কালিহাতীতে কৃষক অ্যাপের মাধ্যমে অভ্যন্তরীণ বোরো ধান ও চালকল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ জন্য চালের সংগ্রহ মূল্য প্রতি কেজি ৪০ টাকা এবং ধানের মূল্য প্রতিকেজি ২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মে) সকালে কালিহাতী খাদ্য গুদামের আয়োজনে খাদ্যগুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বোরো ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এন.এম রফিকুল আলম, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ অজয় কুমার দে সরকার, উপজেলা সৈনিক লীগের আহ্বায়ক মিন্টু সরকার ও কালিহাতী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ রব্বানী।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post