টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) বিকালে নারান্দিয়া স্কুল এন্ড কলেজ মাঠে সম্মেলনে সভাপতি পদে হুরমুজ আলী তালুকদারকে ও সাধারণ সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল ০৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাসান ইমাম খান সোহেল হাজারী (এম.পি)।
উদ্বোধক ছিলেন, কালিহাতী উপজেলা আ. লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার।
প্রধান বক্তা ছিলেন, উপজেলা আ. লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দশকিয়া ইউপি চেয়ারম্যান এম.এ মালেক ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা আ. লীগের সহ-সভাপতি আনিছুর রহমান দাদু ভাই, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পলু, সদস্য আবু নাসের প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ. লীগের সহ-সভাপতি আখতারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ নুরুন্নবী সরকার, ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ তালুকদার প্রমুখ।
Discussion about this post