সাতক্ষীরায় দেবহাটা উপজেলায় পুলিশের অভিযানে ছয় জুয়াড়ি আটক

আজহারুল ইসলাম সাদী,সাতক্ষীরা:  সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় জুয়া খেলা অবস্থায় অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইছন আলী ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার টিকেট পূর্ব পাড়া এলাকার রেজাউল গাজীর ছেলে মহিনুরের পরিত্যক্ত একটি মাটির ঘরে অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করে।

অভিযানকালে সেখান থেকে জুয়া খেলার চার প্যাকেট তাঁস ও নগদ ২ হাজার ৮শত ১০টাকা উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলো, দেবহাটার টিকেট গ্রামের জলিল খাঁ’র ছেলে মিন্টু খাঁ (৩২), তালেব গাজীর ছেলে আসাদুল গাজী (২৭), মৃত হামজা গাজীর ছেলে রেজাউল গাজী (৫৬), রেজাউল গাজীর ছেলে মহিনুর গাজী (৩৪), মৃত কিষ্টুপদ সরকারের ছেলে শ্যামল সরকার (৩২) ও মৃত কওছার আলী শেখের ছেলে বুলবুল শেখ (৩৫)