ডেস্ক নিউজ : চট্টগ্রামের বন্দরথানাধীন কলসি দীঘির পাড়ের ধুম পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। গতকাল বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আগুনে ৭টি বসতঘর ও ৬৪টি টিনশেড দোকানপাট পুড়ে ছাই হয়ে গেছে। আব্দুল করিম হাওলাদার নামের ১০২ বছর বয়সী এক বৃদ্ধের আগুনে পুড়ে মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১১টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নিউটন দাস জানান, ১১টার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ৩টি ইউনিটের ১১টি গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও এর আগেই পুড়ে যায় ৭১টি দোকান ও বসতঘর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে।
মারা যাওয়া বৃদ্ধ সম্পর্কে তিনি বলেন, আব্দুল করিম হাওলাদার নামের ওই বৃদ্ধ স্থানীয় বাসিন্দা। তিনি চোখে ভালো দেখতেন না। ক্ষতিগ্রস্তরা জানায়, অগ্নিকাণ্ডের ফলে তাদের আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বন্দর থানার আইনশৃঙ্খলা বাহিনী ও এলাকাবাসি সকলেই সহযোগিতা করেন।
Discussion about this post