টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা পর্যায়ে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী ও জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) সকাল দশটায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ তথ্য কমিশনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ কর্মসূচী ও বিকেল তিনটায় জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম প্রমুখ।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) সালাহ উদ্দিন।
প্রশিক্ষণ ও জনঅবহিতকরণ সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের প্রধান শিক্ষকগণ, সংবাদিক, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সচিব বৃন্দ, ইউপি সদস্য এবং এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচি ও জনঅবহিতকরণ সভায় তথ্য অধিকার আইনের আওতায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সভায় অংশগ্রহণকারী সকলকে তথ্য আদান প্রদান ও প্রচার বিষয়ে ধারনা দেয়া হয়।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post