টাঙ্গাইলের কালিহাতীতে মাদক, জুয়া ও কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ নির্মূলে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
শুক্রবার (২০ মে) বিকেলে কালিহাতী থানা পুলিশের উদ্যোগে বিশেষ টিম গঠন করে কালিহাতী পৌর এলাকার বিভিন্ন স্থানে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বাড়ি বাড়ি গিয়ে এ অভিযান পরিচালনা করেন কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান।
এসময় ওসি মোল্লা আজিজুর বলেন, থানা পুলিশ এলাকাবাসীকে সেবা প্রদান করার জন্য সব সময় প্রস্তুত। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের ধরতে উপজেলাব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে। আপনারা মাদক ও কিশোর গ্যাংদের বিরুদ্ধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমরা প্রতিনিয়ত অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।
তিনি আরও বলেন আমাদের মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় তিনি মাদক ও কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post