কালিহাতীতে বীর মুক্তিযোদ্ধা শহীদ হাকিম তালুকদারের মৃত্যুবার্ষিকী পালিত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সরকারি শামসুল হক কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল হাকিম তালুকদারের ৪৪ তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার ( ২১ মে) সরকারি শামসুল হক কলেজ প্রাঙ্গনে ও পরিবারের পক্ষ থেকে ভাবলা গ্রামে দোয়া ও আলোচনা সভার করা হয়।
 দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল  ইসলাম তালুকদার, এফবিসিসিআইয়ের পরিচালক আবু নাসের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন মোল্লা,  এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী, কাউন্সিলর শরীফুল ইসলাম তালুকদার, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা,  যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ রহমান রাছেল প্রমুখ।
এর আগে সকালে সরকারি শামসুল হক কলেজ প্রাঙ্গনে শহীদ আব্দুল হাকিম তালুকদারের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি