শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে আর্থিক সহায়তার চেক প্রদান

কুষ্টিয়ার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে প্রাপ্ত আর্থিক সহায়তার চেক বিতরন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে আঞ্চলিক শ্রম দপ্তর কুষ্টিয়ার সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময়ে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের ১২ জন শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা ও তাদের সন্তানদের উচ্চশিক্ষায় ৮ লাখ ৪৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।
চেক প্রদান অনুষ্ঠানে কুষ্টিয়ার আঞ্চলিক শ্রম দপ্তরের উপ পরিচালক মো জহিরুল হোসেন, সহকারী পরিচালক মো সিরাজুল ইসলাম, শ্রম কর্মকতা খন্দকার আজিজুল ইসলাম, আরশীনগর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আফরোজা আক্তার ডিউ সহ অন্যরা উপস্থিত ছিলেন।
মোঃ রাকিব হোসেন
কুমারখালী,কুষ্টিয়া।