সে“কমিউনিটি পুলিশের অবদান সামাজিক সমস্যার সমাধান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী থানা পুলিশের আয়োজনে সহদেবপুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মে ) বিকালে কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে সহদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান খান ফরিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের সুপার সরকার মোহাম্মদ কায়সার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ শরফুদ্দীন, টাঙ্গাইল জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনিছুর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, সিনিয়র সহকারি পুলিশ সুপার(কালিহাতী সার্কেল) শরিফুল হক, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, সহদেবপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক, শহীদ শাহেদ হাজারী কলেজের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি মীর আনোয়ার হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলেও বিকাশ প্রতারক চক্র, আইপিএল জুয়া, মাদক, বাল্য বিবাহ, আত্মহত্যা ও জমি নিয়ে বিরোধ ব্যাপক ভাবে রয়েছে। এটি কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদারের মাধ্যমে নির্মূল করা সম্ভব। এ কারণে আপনাদের পাশে থাকা অপরাধীদের তথ্য পুলিশকে প্রদান করে অপরাধ নির্মুল করতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান ।
কামরুল হাসান
টাঙ্গইল প্রতিনিধি
Discussion about this post