টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকার রাজবাড়ী ময়মনসিংহ মহাসড়ক থেকে ভূঞাপুর মহাসড়ক পর্যন্ত ৮৫০ মিটার পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে সড়কটি নির্মাণ কাজের উদ্বোধন করেন এলেঙ্গা পৌরসভার মেয়র নূর-এ-আলম সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর হুমায়ূন কবির, মেহেরুল ইসলাম মেহের, বরকত আলী, উপজেলা বাকশিসের সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আব্দুল লতিফ মোল্লা প্রমুখ।
বহুল প্রতিক্ষীত সড়কটির নির্মাণ কাজ শেষ হলে সুবিধা পাবে হাজার হাজার মানুষ।
এলেঙ্গা পৌরসভার অর্থায়নে ১ কোটি ৪৩ লাখ ৭৬ হাজার টাকা ব্যায়ে ফাইভ স্টার কন্সোডিয়াম নামের ঠিকাদারি প্রতিষ্ঠান এ সড়কটি নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছেন। আগামী বছরের অক্টোবর মাসে সড়কটি নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post