টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা সাহিত্য সংসদের আয়োজনে রবীন্দ্র- নজরুল জয়ন্তী উদযাপন করা হয়েছে । মঙ্গলবার ( ৩১ মে) সন্ধ্যায় এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী। অনুষ্ঠানের প্রথম পর্বে সংগঠনের সভাপতি ছড়াকার কাশীনাথ মজুমদার পিংকুর সভাপতিত্বে দুই কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, আধ্যাপক মো. জহরুল হক বুলবুল, সমাজসেবক মো. আবু তালেব, কবি আযাদ কামাল, সাবেক কমিশনার শিখা রানী দাস, মো. লুৎফর রহমা, কবি বুলবুল হাসান , কবি বাসুদেব শীল, সাংবাদিক মাছুদুর রহমান মিলন. মোল্লা মুশফিকুর মিল্টন প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্থানীয় ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কবিতা, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. বুলবুল আহাম্মেদ ও ফরিদা ইয়াসমিন মিতু। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা সাহিত্য সংসদের আয়োজনে রবীন্দ্র- নজরুল জয়ন্তী উদযাপন করা হয়েছে । মঙ্গলবার ( ৩১ মে) সন্ধ্যায় এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী। অনুষ্ঠানের প্রথম পর্বে সংগঠনের সভাপতি ছড়াকার কাশীনাথ মজুমদার পিংকুর সভাপতিত্বে দুই কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, আধ্যাপক মো. জহরুল হক বুলবুল, সমাজসেবক মো. আবু তালেব, কবি আযাদ কামাল, সাবেক কমিশনার শিখা রানী দাস, মো. লুৎফর রহমা, কবি বুলবুল হাসান , কবি বাসুদেব শীল, সাংবাদিক মাছুদুর রহমান মিলন. মোল্লা মুশফিকুর মিল্টন প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্থানীয় ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কবিতা, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. বুলবুল আহাম্মেদ ও ফরিদা ইয়াসমিন মিতু। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post