কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে দুইটি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৩১ মে) সকালে কালিহাতী সদরে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আর.এম.ও) ডা. আতিকুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে ক্লিনিকগুলোর নিবন্ধনের মেয়াদোত্তীর্ণ হওয়ায় এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কালিহাতী সদরের ঢাকা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার ও তানিজা ডিজিটাল হসপিটাল (প্রা:) লিমিটেডকে ৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান জানান, কালিহাতী উপজেলায় লাইসেন্সবিহীন বেসরকারি ক্লিনিকসমূহের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের সহযোগীতায় অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। বেসরকারি ক্লিনিক সমূহের লাইসেন্স না থাকা,পরিবেশ ছাড়পত্র না থাকা,পরিস্কার পরিচ্ছন্নতা ইত্যাদি যাবতীয় বিষয়ে পরিচালিত প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

কামরুল হাসান

টাঙ্গাইল প্রতিনিধি