টাঙ্গাইলে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক হয়েছে। শুক্রবার (৩ জুন) ভোরে বঙ্গবন্ধু সেতু ঢাকা মহাসড়কের সদর উপজেলার রাবনা বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মো. জুবায়ের উদ্দিন(২৭)। তিনি ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয় নগর থানার হাটখোলা গ্রামের কামাল উদ্দিনের ছেলে।তথ্যটি নিশ্চিত করেন, টাঙ্গাইলের র্যাব-১২ কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান।
র্যাব আরোও জানান, সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার সদর থানাধীন রাবনা বাইপাস সাকিনস্থ আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক এর সামনে ফাঁকা জায়গায় পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা কালে জুবায়ের উদ্দিন (২৭), পিতা মোঃ কামাল উদ্দিন, মাতা-মমতা বেগম, সাং-হাটখোলা, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া কে ১০ কেজি গাঁজা (মূল্য আনুমানিক-১,৪০,০০০ টাকা, ০১টি মোবাইল, ০১টি সিম কার্ড এবং নগদ এক হাজার টাকাসহ হাতেনাতে আটক করে।
পরে র্যাব বাদী হয়ে সদর থানায় একটি মাদক দ্রব্য আইনের মামলা দায়ের করেন।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post