কালিহাতীতে শহীদ শাহেদ হাজারীর ২৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

টাঙ্গাইলের কালিহাতীতে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ শহিদুল্লাহ খান শাহেদ হাজারীর ২৮ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (৫ জুন) বিকেলে এ উপলক্ষে কালিহাতী উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ মালেক ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু মোহাম্মদ জিন্নাহ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতাউর রহমান সিদ্দিকী স্বপন, কোষাধ্যক্ষ অজয় কুমার দে সরকার লিটন, সদস্য খন্দকার আব্দুল মাতিন, কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার, নাগবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বিপ্লব, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ, পারখী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ তালুকদার, নাগবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আয়নাল হক, উপজেলা যুবলীগের সহ-সভাপতি পরিতোষ সেন, সমাজ কল্যাণ সম্পাদক সুশান্ত ঘোষ, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান তুহিন, যুগ্ম আহ্বায়ক নাহিদুল ইসলাম সিদ্দিকী পলাশ, সদস্য সাহেদ, কালিহাতী পৌর ছাত্রলীগের সভাপতি আল হাদী নিশাত ও সাধারণ সম্পাদক সাগর তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কামরুল হাসান

টাঙ্গাইল প্রতিনিধি