প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি, মন্ত্রী ও বিভিন্ন সংসদ সদস্যদের কুরুচিপূর্ণ ছবি ও অশালীন কথাবার্তা এবং বিভ্রান্তিমূলক তথ্য ফেসবুকে প্রচারের অভিযোগে মুক্তার আহমদ রাফি (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার যুবক সিলেট কোতোয়ালি থানার মোল্লাপাড়া হিয়ারবন এলাকার মৃত সামছুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার রাতে কোতোয়ালি থানা এলাকা থেকে রাফিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবক দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও বিভিন্ন সংসদ সদস্যদের কুরুচিপূর্ণ ছবি ও অশালীন কথাবার্তা ফেসবুকে প্রচার করে আসছিল।
এ ঘটনায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
Discussion about this post