ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে টানা তিন ম্যাচে সেঞ্চুরির কীর্তি দুবার গড়লেন বাবর আজম। এই সংস্করণে অধিনায়ক হিসেবে দ্রুততম এক হাজার রানের রেকর্ড গড়ে তিনি ছাড়িয়ে গেলেন বিরাট কোহলিকেও।
বুধবার মুলতান ক্রিকেট স্টেডিয়ামে ১৪ বছর পর ক্রিকেট ফেরার উপলক্ষ জয় দিয়ে রাঙায় পাকিস্তান। বাবরের সেঞ্চুরি ও খুশদিল শাহের ঝড়ে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে তারা তুলে নেয় ৫ উইকেটের জয়।
টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৪ বল বাকি থাকতে জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিকরা। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডেতে এই প্রথম তিনশ রান তাড়া করে জিতল পাকিস্তান।
বড় লক্ষ্য তাড়ায় তিনে নেমে ১০৭ বলে ১০৩ রানের দারুণ ইনিংস খেলেন বাবর। ওয়ানডেতে এটি তার টানা তৃতীয় সেঞ্চুরি। গত মার্চ-এপ্রিলে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে যথাক্রমে ১১৪ ও অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
এই সংস্করণে সবশেষ পাঁচ ইনিংসে বাবরের সেঞ্চুরি চারটি। গত বছর জুলাইতে বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে ১৫৮ রান এসেছিল তার ব্যাট থেকে। এরপর অজিদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিনি আউট হয়েছিলেন ৫৭ রানে
।২৭ বছর বয়সী বাবরের আগের টানা তিন সেঞ্চুরিও এসেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০১৬ সালের সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে যথাক্রমে ১২০, ১২৩ ও ১১৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
ওই তিন সেঞ্চুরি আবার ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম তিন সেঞ্চুরি। ক্যারিবিয়ানদের বিপক্ষে সেঞ্চুরিতে পৌঁছানোর পাশাপাশি ভারতের সাবেক অধিনায়ক কোহলিকেও পেছনে ফেলেন বাবর।
ক্রিজে যাওয়ার আগে অধিনায়ক হিসেবে হাজার রান থেকে ৯৮ রান দূরে ছিলেন তিনি। ৯৬ রান থেকে চার মেরে তিন অঙ্কের সঙ্গে সঙ্গে হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন তিনি।
ওয়ানডেতে অধিনায়ক হিসেবে হাজার রান করতে বাবরের লাগল মাত্র ১৩ ইনিংস। এর মধ্যে ছয়বার তিনি পেয়েছেন সেঞ্চুরির স্বাদ। হাজার ছুঁতে কোহলির লেগেছিল ১৭ ইনিংস।
এছাড়া, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ১৮, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ২০ ও ইংল্যান্ডের অ্যালিস্টার কুক ২১ ইনিংসে হাজার রান পূরণ করেছিলেন।ব্যাট হাতে নান্দনিক পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরা নির্বাচিত হন বাবর।
তবে তিনি পুরস্কার গ্রহণ না করে দিয়ে দেন খুশদিলকে। শেষ চার ওভারে ৪৪ রান লাগত পাকিস্তানের। খুশদিল ২৩ বলে অপরাজিত ৪১ রানের ইনিংস খেলে মিলিয়ে ফেলেন সেই কঠিন সমীকরণ।
Discussion about this post