কুমারখালীতে জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রশিক্ষণ কর্মশালা শুরু
কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর মূল শুমারি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে দ্বিতীয় ধাপে গণনাকারীদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) সকালে উপজেলার মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৪ দিন ব্যাপি দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকী বাদশা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের প্রকৃত অবস্থা জানতে ও বুঝতে নির্ভুল ও সঠিক পরিসংখ্যান জরুরী। কেননা পরিসংখ্যানের উপর নির্ভর করে দেশের কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হয়। যদি পরিসংখ্যান ভুল হয় তাহলে দেশের পরিকল্পনা অনুযায়ী কাজ করা দুরহ হয়ে যাবে। তাই বর্তমানে জনশুমারী ও গৃহগণনার যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ কাজে যারা যুক্ত রয়েছেন তাদের স্বচ্ছতার সাথে কাজ করতে হবে।
উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের জোনাল অফিসার শফিকুল ইসলাম পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রহিম খাঁন,পরিসংখ্যান অফিসের আইটি সুপারভাইজার মোঃ মনিরুল ইসলামসহ অনেকেই।
দেশে প্রথমবারের মত সপ্তাহব্যাপী ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা শুরু হচ্ছে আগামি ১৫ জুন। চলবে ২১ জুন পর্যন্ত। প্রশিক্ষণে ৫ জন সুপারভাইজার ও ২৮ জন গণনাকারী অংশগ্রহণ করেন। আগামী ১২ জুন পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে।
মোঃ রাকিব হোসেন
কুমারখালী,কুষ্টিয়া।
Discussion about this post