টাঙ্গাইলে ব্যবসায়ী মনিরুজ্জামান হত্যা মামলায় একজনকে আমৃত্যু কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানাসহ চারজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
বুধবার (০৮ জুন) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে বিচারক মো. মাসুদ পারভেজ এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- রেজাউল ইসলাম, আলো বেগম, রেজভী, আলমগীর ও লাল মিয়া। তবে মামলার তিন আসামী আলো বেগম, রেজভী ও আলমগীর কারাগারে থাকলেও দুই আসামী লাল মিয়া ও রেজাউল ইসলাম পলাতক রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সরকারি কৌশুলী (পিপি) এস আকবর খান। তিনি জানান, রায়ে রেজাউল ইসলামকে আমৃত্যু কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানাসহ আলো বেগম, রেজভী, আলমগীর ও লাল মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১০ সালের ১২ সেপ্টেম্বর টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার কাউলজানি গ্রামের ব্যবসায়ী মনিরুজ্জামানকে তার ভায়রা আসামী রেজাউল ইসলাম রেজা, শ্যালিকা আলো বেগমসহ অন্যান্যরা নৃশংসভাবে হত্যা করে। এরপর আসামীরা মনিরুজ্জামানের মরদেহ স্থানীয় মহেশখালী গ্রামের খালের দক্ষিনপাড়ে ফেলে দেয়। মরদেহের সন্ধান পাবার পর মনিরুজ্জামানের বাবা থানায় মামলা দায়ের করেন।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post