কালিহাতীতে ব্যবসায়িক দ্বন্ধে প্রাণনাশের হুমকি, জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

ব্যবসায়িক দ্বন্ধে প্রাণনাশের হুমকি ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ি এলাকার মোজাফর আলীর ছেলে অমিত হাসান (২৮) ও একই এলাকার বাবুল শিকদারের ছেলে শুভ’র (২৫) বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৯ জুন) বিকালে কালিহাতী প্রেসক্লাব মিলনায়তনে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ঘড়িয়া এলাকার মিজানুর রহমানের ছেলে মশিউর রহমান সোহেল (৩০)।
এ বিষয়ে গত বুধবার রাতে কালিহাতী থানায় একটি অভিযোগ করেছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে মশিউর রহমান সোহেল বলেন, মাটির ব্যবসা সংক্রান্ত দ্বন্ধে গত বুধবার দুপুরে এলেঙ্গার একটি হোটেলে দুপুরের খাবার খেয়ে সাফি টেলিকমের সামন দিয়ে যাবার সময় তাঁরা আমাকে ওই দোকানের ভিতরে ডেকে নেয়। জোরপূর্বক ওই দোকান থেকে ধারালো কাটার মেশিন নিয়ে আমাকে পুংলি এলাকায় কোনও ব্যবসা করলে প্রাণনাশের হুমকি দেয়। এসময় আমার কাছে থাকা দুই লাখ ৫০ হাজার টাকাও ছিনিয়ে নেয়। এমন পরিস্থিতিতে আমি পুলিশ প্রশাসনের নিকট আমার নিরাপত্তা এবং অমিত ও শুভকে আইনের আওতায় আনার দাবি জানাই।
কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান এবিষয়ে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি