টাঙ্গাইলের ধনবাড়ীতে বিভিন্ন মৌসুমী ফল সম্পর্কে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে ফল পরিচিতির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার মো. আসলাম হোসাইনের পরিকল্পনা ও বাস্তবায়নে ধনবাড়ী উপজেলা পরিষদে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফল পরিচিতি অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ৫৬ প্রকার মৌসুমী ফলের নাম, ইংরেজি নাম, পুষ্টিগুন, খাওয়ার উপকারিতা ইত্যাদি সম্পর্কে ধারণা দেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মৌসুমী ফল খাওয়ানো হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, সহকারী কমিশনার (ভ‚মি) ফারাহ্ তাকমিলা, ভাইস চেয়ারম্যান শামসুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নার লীনা, কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ আল ফরিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজার যুব উন্নয়ন কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল ব্যক্তিবর্গ, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্রমশই বিলুপ্ত হয়ে যাচ্ছে এমন বিভিন্ন ফলসহ প্রচলিত-অপ্রচলিত ফলের বিপুল সমাহার দেখে উপস্থিত সকলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই আবার দীর্ঘদিন পরে বাল্যকালের অতি চেনা ফল দেখে স্মৃতিকাতর হয়ে আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা মৌসুমি ফলের সমাহার দেখে বিস্ময়ে অভিভূত হয়ে পরিচিত অনুষ্ঠান উপভোগ করেছেন।
কমরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post