‘সাহসিকা’ নামে একটি টেলি ছবিতে অভিনয় করেছিলেন তানজিন তিশা। দীপ্ত টিভিতে গত বছর ঈদুল আযহায় প্রচার হয়েছিলো এটি। পরিচালনা করেছিলেন তানিম রহমান অংশু। তিশা ছাড়া আরও অভিনয় করেছিলেন তারিন, মিথিলা ও মনোজ প্রামাণিক।
এ বছর নির্মিত হলো টেলি ছবিটির সিক্যুয়েল ‘সাহসিটা ২’। গল্পও প্রথমটির মতোই, একটি নারীকে কেন্দ্র করে। তবে সম্পূর্ণ নতুন আঙ্গিক ও কাহিনির বিস্তার নিয়ে হাজির হচ্ছে এটি। এই গল্পে এমন একটি বিষয়কে সামনে নিয়ে আসা হয়েছে যা সমাজে ঘটছে অহরহ; কিন্তু সে সম্পর্কে কেউ মুখ খুলছেন না।
তানজিন তিশার বদলে এই সিক্যুয়েলে এসেছে অভিনেত্রী জাকিয়া বারি মম। শুধু তিশা নন পরিবর্তন হয়েছে পরিচালক ও অন্যান্য শিল্পীও।
কাজী জাহিন হাসানের গল্প ভাবনা ও প্রযোজনায় ‘সাহসিকা ২’ এর চিত্রনাট্য করেছেন আহমেদ খান হীরক ও নাসিমুল হাসান। পরিচালনায় জিবরান তানভীর।
পরিচালক জানালেন, ‘খুবই পরিচিত গল্প এটি। তবে যে গল্পের মূল বিষয়টি অন্ধকারেই থাকে। এটা নিয়ে কথা বলতে চায় না কেউ। সেটিই আমরা স্ক্রিণে দেখাতে চেয়েছি।’
এটাতে প্রধান চরিত্রে অভিনয় করছেন জাকিয়া বারী মম। সঙ্গে রয়েছেন শ্যামল মাওলা, তারিন, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
Discussion about this post