বড় ধরনের দুটি বন্দুক হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে কঠোর কঠোর অস্ত্র আইনের দাবিতে যুক্তরাষ্ট্র জুড়ে মিছিল-সমাবেশ করেছেন হাজার হাজার বিক্ষোভকারী।
স্থানীয় সময় শনিবার (১১ জুন) ওই মিছিলে অংশগ্রহণকারীরা ‘গুলি থেকে মুক্তি চাই’ স্লোগান সম্বলিত প্লেকার্ড বহন করেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বিক্ষোভকারীদের সমর্থন করেছেন এবং তিনি কংগ্রেসকে আগ্নেয়াস্ত্র সুরক্ষা আইন পাস করার আহ্বান জানিয়েছেন। তবে রিপাবলিকানদের কারণে যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র আইনে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।
গত ২৪ মে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ইউভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে এক বন্দুকধারীর গুলিতে ১৯ শিশু এবং দুজন প্রাপ্তবয়স্ক নিহত হয়।
এর দিন কয়েক আগে নিউইয়র্কের বাফেলো এলাকায় আরেক বন্দুক হামলার ঘটনায় ১০ জন নিহত হয়। এ দুটি ঘটনায় যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে প্রশাসনের পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছে সাধারণ জনগণসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান।
শনিবার যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্র নিরাপত্তা বিষয়ক সংগঠন ‘মার্চ ফর আওয়ার লাইভস’ (এমএফওএল) দেশজুড়ে প্রায় ৪৫০টি সমাবেশের পরিকল্পনা করেছিল। পার্কল্যান্ড স্কুলের ২০১৮ সালের গণগুলি থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা সংগঠনটির প্রতিষ্ঠাতা। সংগঠন টি বলেছে, সাধারণ মানুষ যেখানে নিয়মিত বন্দুক হামলায় প্রাণ হারাচ্ছে, তখন রাজনীতিকদের হাত-পা গুটিয়ে বসে থাকতে দেওয়া হবে না।
Discussion about this post