ঢাকাস্থ জুরাইন পুলিশবক্সে কর্মরত পুলিশ সদস্যদের দ্বারা ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের আইন বর্হিভুত হেনস্তা করার প্রতিবাদে টাঙ্গাইলে আইনজীবীরা মানববন্ধন কর্মসুচি পালন করেছে। রোববার(১২ জুন) দুপুরে টাঙ্গাইল আদালত প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক, মো. সহিদুর রহমান সহিদ, নির্বাহী সদস্য মালেক আদনান, জিনিয়া বখ্শ, মাহবুবুর রহমান রাসেল প্রমুখ।
এর আগে টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আদালত চত্বর প্রদক্ষিন করে পুনরায় অ্যাডভোকেট বার সমিতির সামনে এসে সমবেত হয়।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post