টাঙ্গাইলের মধুপুরে আসন্ন মহিষমারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক উপজেলা যুবলীগের সদস্য মো. মহি উদ্দিন আনারস প্রতীকে বিশাল নির্বাচনি শোডাউন ও জনসমাবেশ করেছেন।
রোববার (১২ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মহিষমারা ইউনিয়নের পুরো এলাকায় তিনি পাঁচ শতাধিক মটর সাইকেল, অটোরিকশা ও ভ্যানসহ হাজার হাজার সমর্থক নিয়ে এই শোডাউন করেন। শোডাউন শেষে মহিষমারা আশ্রা ডিগ্রি ফাজিল মাদ্রাসা মাঠে এক বিশাল সমাবেশ করেন।
এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মহি উদ্দিন ইউনিয়ন বাসীর উদ্দেশ্য বক্তব্য প্রদানকালে বলেন, আমি আওয়ামী লীগের একজন কর্মী। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে রাজনীতি করি। জনগণের ভালোবাসায় জনগণের মনোনীত প্রার্থী হয়েছি। জনগণের পাশে ছিলাম আছি এবং থাকবো।
তিনি আরও বলেন, আধুনিক ও বসবাস যোগ্য উন্নত ইউনিয়ন গড়ার প্রত্যয়ে দুর্নীতি ও মাধকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জনগণ আমাকে মূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত করবে ইনশাআল্লাহ ।
এছাড়াও সরেজমিনে গিয়ে দেখা যায়, আনারস প্রতীকে ভোট চেয়ে তাঁর কর্মী সমর্থকেরা সমানতালে ব্যপক গণসংযোগ করে যাচ্ছেন। প্রতিদিন প্রার্থীর বাড়িতে মহিষমারা ইউনিয়নের হাজার হাজার ভোটার-সমর্থকরা এসে তার নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রার্থীকে দোয়া-আর্শীবাদ করে ভোট প্রার্থনা করেন। এলাকায় তিনি প্রচুর জনপ্রিয়তা পেয়েছেন। নিরপেক্ষ নির্বাচন হলে তিনি বিপুলে ভোটে নির্বাচিত হবে বলে ইউনিয়নের সাধারন জনগন জানিয়েছেন।
তারা আরও বলেন , সৎ সাহসী, আস্থাশীল ও যোগ্য আমাদের মহির উদ্দিন ভাই। আমরা তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবো।
এ সময় আরও বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য মোসলেম উদ্দিন, আয়নাল ও স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post