বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মো. মোজাম্মেল হক।
অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে আগামী তিন বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।’বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন, ২০১২’ অনুযায়ী মোজাম্মেল হকের বেতন, ভাতা, পদমর্যাদা, জ্যেষ্ঠতা ও চাকরির অন্যান্য শর্ত নির্ধারিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
অপর আদেশে প্রকৌশলী মো. মনিরুল ইসলামকে পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য নিয়োগ দেয়া হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠান সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনিও তিন বছরের জন্য এই নিয়োগ পেয়েছেন।
Discussion about this post