আগামী ১৫ জুন টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক পদ প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান দিপুল মোটরসাইকেল শোডাউন করেছেন।
রবিবার (১২ জুন) বিকেলে শোডাউনটি বাগুটিয়া বাজার থেকে শুরু করে কালিহাতী বাসস্ট্যান্ড হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় বাগুটিয়া বাজারে গিয়ে শেষ হয়। এসময় মাহমুদুল হাসান দিপুল মোটরসাইকেল থেকে হাত নেড়ে নেতা-কর্মীসহ সাধারণ মানুষদের শুভেচ্ছা জানান।
মোটরসাইকেল শোডাউনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, কালিহাতী উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক মমিনুল ইসলাম, বাংড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবুবকর সিদ্দিক ও মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান তুহিন, বাংড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কনক মন্ডল ও সাধারণ সম্পাদক শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post