টাঙ্গাইলে ছয় লাখ টাকার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে র্যাব। শনিবার দিবাগত রাতে মির্জাপুর উপজেলা গোড়াই এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ি গৌরাঙ্গ গোস্বামী (২৮) সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার গাড়ামাসী গ্রামের লব গোস্বামীর ছেলে।
রোববার (১২জুন) দুপুরে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, শনিবার (১১ জুন) রাত দেড় টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন গোড়াই বড়টেকি সাকিনস্থ উত্তরা স্পিনিং মিল সংলগ্ন হানিফ কাউন্টার এর সামনে পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করেন। অভিযানে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার গাড়ামাসী গ্রামের লব গোস্বামীর ছেলে মাদক ব্যবসায়ি গৌরাঙ্গ গোস্বামী (২৮)কে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ২ হাজার ৩৮০ পিস ইয়াবাসহ ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫ লাখ ৯৫ হাজার টাকা।
র্যাব বাদি হয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে মির্জাপুর থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০ (খ) ধারায় একটি মামলা দায়ের করেছে।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post