শিক্ষামন্ত্রণালয়েরর অধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ২৩৩ জন প্রধান শিক্ষক জেলা শিক্ষা অফিসার (বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত পদের ৬ষ্ঠ গ্রেড) পদে পদোন্নতি পাওয়ায় বাংলাদেশ গভঃ সেকেন্ডারি (বিজিএস) এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পদোন্নতিপ্রাপ্ত সম্মানিত প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা অফিসারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
১১ জুন শনিবার দুপুরে গাজীপুর জেলার রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাজিমুদ্দিন সরকারকে ফুলেল শুভেচ্ছা প্রদানের মধ্য দিয়ে পদোন্নতি প্রাপ্ত ২৩৩ জন প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা অফিসারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান অ্যাসোসিয়েশনের সভাপতি ও রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মোখলেছুর রহমান চৌধুরী (টুটুল)।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামরুন নাহার, সিনিয়র শিক্ষক ও স্বাশিপ কো- চেয়ারম্যান আসাদুজ্জামান নূর সহ বাসমাশিস ও বিজিএস এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষক নেতৃবৃন্দ।
অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মোখলেছুর রহমান চৌধুরী (টুটুল) বলেন, দীর্ঘদিন পর চলতি বছরের ৯ জুন ২৩৩ জন সহকারি প্রধান শিক্ষক, সহকারি জেলা শিক্ষা অফিসারকে প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা অফিসার (বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত পদের ৬ষ্ঠ গ্রেড) পদোন্নতি প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী সহ শিক্ষামন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, সচিব মহোদয়, পিএসসি ও মাউশি সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মোখলেছুর রহমান চৌধুরী (টুটুল) বলেন, দীর্ঘদিন পর চলতি বছরের ৯ জুন ২৩৩ জন সহকারি প্রধান শিক্ষক, সহকারি জেলা শিক্ষা অফিসারকে প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা অফিসার (বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত পদের ৬ষ্ঠ গ্রেড) পদোন্নতি প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী সহ শিক্ষামন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, সচিব মহোদয়, পিএসসি ও মাউশি সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরো বলেন, অবিলম্বে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৩০০০ শিক্ষকের বকেয়া টাইমস্কেল/সিলেকশন গ্রেড প্রদান, স্থগিতকৃত এডভান্স ইনিক্রমেন্ট চালু, সিনিয়র শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারি প্রধান শিক্ষক, প্রধান শিক্ষকের শুন্য পদ পূরণ করে সরকারি মাধ্যমিক শিক্ষার মান বৃদ্ধির জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি।
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক)
গাজীপুর জেলা প্রতিনিধি
Discussion about this post