চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপো থেকে আরও এক দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর আড়াইটার দিকে শেডের নিচে চাপা পড়া অবস্থায় দেহাবশেষটি উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল পরিদর্শনের সময় দুপুর আড়াইটার দিকে শেডের নিচে চাপা পড়া অবস্থায় একটি দেহাবশেষ (পায়ের দিকের কিছু হাড়গোড়) উদ্ধার করা হয়েছে। এটাকে একটি মরদেহ হিসেবে গণনা করা হচ্ছে।
গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর একের পর এক বিস্ফোরণে তা ছড়িয়ে পড়ে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে প্রথমে ৪১ জনের লাশ উদ্ধার করা হয়। পরে লাশ উদ্ধার ও হাসপাতালে মৃত্যু নিয়ে সর্বমোট ৪৯ জনের মৃত্যু হলো। এর মধ্যে ১০ জনই ফায়ার সার্ভিসের কর্মী।
Discussion about this post