অনন্য মামুনের ‘অমানুষ’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে রাফিয়াথ রশীদ মিথিলার। আগামীকাল শুক্রবার ছবিটি মুক্তি পাবে। তবে খুশির দিনটাতে দেশে নেই মিথিলা। অফিসের কাজে তিনি এখন আছেন তানজানিয়ায়। এক ভিডিও বার্তায় মিথিলা জানিয়েছেন, ছবির প্রিমিয়ারে থাকতে না পেরে তার মনটা খারাপ। তিনি সবাই হলে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন।
মিথিলা বলেন, আমি এই মুহূর্তে তানজানিয়াতে আছি অফিসের কাজে। আপনারা জানেন, আমার প্রথম ছবি ‘অমানুষ’ মুক্তি পাচ্ছে ১৭ জুন। আমি ছবির প্রিমিয়ারে থাকতে পারছি না, এই জন্য মনটা খুব খারাপ। কারণ দেশ থেকে আমি এখন অনেক দূরে আছি। কিন্তু আপনাদের অনুরোধ করবো আপনারা সবাই হলে আসুন ১৭ জুন। সিনেমাটা দেখুন, আমাদের জানান সিনেমাটি কেমন লাগলো।
মিথিলা আরও বলেন, ‘আমি এই ছবিটি করেছি কারণ গতানুগতিক বাণিজ্যিক ধারার ছবির যে গল্প তার থেকে এই ছবির গল্পটি একটু আলাদা। জঙ্গলের ভেতরে একটি ডাকাত দলের গল্প, খুবই অ্যাডভেঞ্চারাস। আমার সাথে ছবিতে কাজ করেছেন নিরব, নওশাবা, মিশা সওদাগর ভাই, শহীদুজ্জামান সেলিমভাইসহ অনেক গুণী শিল্পী। আপনারা সবাই হলে আসুন, সিনেমাটা দেখুন।’
Discussion about this post