আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে মোট ১ লাখ ৪৪ হাজার ৯০ জন পরীক্ষার্থী, যা গতবছরের তুলনায় ৫ হাজার ৭৭৭ জন কম। গেল বছর এসএসসিতে এ বোর্ড থেকে অংশ নিয়েছিল ১ লাখ ৪৯ হাজার ৮৬৭ জন পরীক্ষার্থী।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র ,তিনি বলেন, ‘মূলত ২০১৭ সালে জেএসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছিল, তারাই ২০২০ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। আমাদের হাতে থাকা তথ্য বলছে, ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে কম সংখ্যক পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় পাস করেছে। এ কারণেই হয়তো এবার এসএসসিতে পরীক্ষার্থীর সংখ্যা কমে গেছে। এর পেছনে অন্যান্য কারণও থাকতে পারে। আমরা তা যাচাই করার চেষ্টা করছি।’
শিক্ষা বোর্ড থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, গত পাঁচ বছরে (২০১৫-২০১৯) এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ধারাবাহিকভাবে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। কিন্তু এবার ছেদ পড়েছে এই ধারাবাহিকতায়। ২০১৫ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৮৮ হাজার ৭০০ জন পরীক্ষার্থী। ২০১৬ সালে পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লাখ ১২ হাজার ৯৫৯ জনে, যা এর আগের বছরের তুলনায় ২৪ হাজার ২৫৯ জন বেশি।
পরের বছর ২০১৭ সালেও পরীক্ষার্থীর সংখ্যা বাড়ে ৫ হাজার ৭০ জন। ২০১৮ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৫ হাজার ২২১ জন, যা আগের বছরের তুলনায় ১৭ হাজার ১৯২ জন বেশি। ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালেও পরীক্ষার্থীর সংখ্যা বাড়ে ১৪ হাজার ৬৪৬ জন। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪৯ হাজার ৮৬৭ জন।
তবে অতীতের ধারাবাহিকতায় এবারও ছাত্রীর সংখ্যা চট্টগ্রামে বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা ৭৮ হাজার ২৮৫ জন। আর ছাত্র অংশ নিচ্ছে ৬৫ হাজার ৮০৫ জন।