বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের মাদারজানী নামক স্থানে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। ওই স্থানে ইউটার্ণের দাবিতে মঙ্গলবার(২১ জুন) সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তারা ওই বিক্ষোভ করে। অবরোধের কারণে মহাসড়কের দুইপাশে যানচলাচল বন্ধ হয়ে দীর্ঘ ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী সাধারণ চরম ভোগান্তিতে পড়ে।
জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের মাদারজানী গ্রামের মাঝখান দিয়ে মহাসড়ক হওয়ায় গ্রামটি দুই ভাগে বিভক্ত হয়ে পরে। ফলে এপারের মানুষ ওপারে যেতে নানা দুর্ভোগের শিকার হয়। গ্রামবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এতদিন সামান্য ইউটার্ণ রাখা হলেও মঙ্গলবার সকালে কর্তৃপক্ষ ওই ইউটার্ণটুকুও বন্ধ করতে যাওয়ায় মুহূর্তের মধ্যে শ’ শ’ গ্রামবাসী একত্র হয়ে মহাসড়কে অবস্থান নেয়। তারা ইউটার্ণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। প্রায় ত্রিশ মিনিটের ওই অবরোধে মহাসড়কের দুইপাশে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তাৎক্ষনিকভাবে পুলিশ গিয়ে পরিবেশ শান্ত করার চেষ্টা করলেও এলাকাবাসী তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ তুলবেনা বলে স্লোগান দিতে থাকে। পরে টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী ঘটনাস্থলে গিয়ে দাবি আদায়ে আশ^স্ত করলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
মাদারজানী জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদ, গ্রামবাসী মো. আমিনুল ইসলাম, মোস্তফা মুরাদ, মিঠু মিয়া, বাবুল মিয়া, ইয়াকুব হোসেন, মো. সিরাজ মিয়া, মো. ছানোয়ার হোসেন, লাল মিয়াসহ অনেকেই জানান, মহাসড়কে মাদারজানী গ্রামের অংশে ইউটার্ণের দাবি দীর্ঘ দিনের। ইউটার্ণ না থাকলে মহাসড়ের পশ্চিম পাশের মসজিদে নামাজ আদায়, গোরস্থানে দাফন সহ করটিয়া হাটে যাওয়া-আসা প্রায় অসম্ভব হয়ে পড়বে। তাই ওই স্থানে ইউটার্ণ বা ফুটওভার ব্রিজের দাবি জানান তারা।
করটিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এমদাদুল হক এনামুল, সাবেক ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম শফি, করটিয়া সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. রতন মিঞা জানান, মাদারজানী গ্রামে পারাপারের জন্য ইউটার্ণ বা ফুটওভার ব্রিজ না থাকায় কিছুদিন পরপরই দুঘর্টনার শিকার হতে হয়। অনতিবিলম্বে ইউটার্ণ বা ফুটওভার ব্রিজের দাবি জানান তারা।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর মোশারফ হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করেন।
টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান আনছারী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীদের আশ্বস্ত করলে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post