হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের পূর্বে ডাক্তার লেখা ও বিএইচএমএস উচ্চ শিক্ষার সুযোগসহ “বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড কর্তৃক প্রণীত ও হোমিও চিকিৎসা শিক্ষা আইন-২০২১” অবিলম্বে জাতীয় সংসদে পাশ করার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধ্বার (২২ জুন) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে টাঙ্গাইল হোমিও মেডিক্যাল কলেজ ও হাসপাতাল’র উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে হোমিওপ্যাথিক এর বিভিন্ন সংগঠনের ডাক্তার, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ঢাকা বিভাগের বোর্ড সদস্য ও টাঙ্গাইল হোমিও মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. কায়েম উদ্দিন। টাঙ্গাইল হোমিও মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা.সাহিদা আক্তার, ঢাকা বিভাগের সাবেক বোর্ড সদস্য ডা. মো. তোফাজ্জল হোসেন, টাঙ্গাইল হোমিও মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এর শিক্ষক ডা. সৈয়দ এমরান আলম, ডা. মোঃ শাহাদৎ হোসেন বাবলু, ডা. নজরুল ইসলাম, ডা, সৈয়দা ফাহমিনা, ডা. তাসলিমা খন্দকার প্রমুখ।
মানববন্ধনে দেশের জনগণের স্বাস্থ্য সেবায় ও করোনা মহামারি কালীন সময়ে বিশেষ ভুমিকা ও দায়িত্ব পালনকারি হোমিওপ্যাথিক চিকিৎসদের নামের পূর্বে ডাক্তার পদবী ব্যবহারের অধিকার সংরক্ষণ এবং প্রস্তাবিত ও মন্ত্রীসভায় নীতিগতভাবে অনুমোদন “বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড কর্তৃক প্রণীত ও হোমিও চিকিৎসা শিক্ষা আইন-২০২১” অবিলম্বে সংসদের পাশ করার জোর দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post