প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী টাঙ্গাইলের গোপাালপুর উপজেলায় বন্যা কবলিত দুই হাজার পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু। শুক্রবার সকালে ঝাঁওয়াইল ইউনিয়নের সোনামুই বাজারে তিনি এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো দশ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আলু, এক কেজি মুড়ি ও এক কেজি চিড়া।
ত্রাণ সামগ্রী বিতরণে কালে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান আলী,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাছেদ, সাধারণ সম্পাদক সামেস খান, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন প্রমুখ।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু বলেন, তার নিজস্ব অর্থায়নে বন্যা কবলিত এলাকা গাফসারা, অজুর্না,সোনামুই,ঝাওয়াইল ও নলিন এলাকায় তিন দিন ব্যাপী এ ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post