টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে পানি কমলেও বেড়েছে দুর্ভোগ। এতে করে খাদ্য সংকটে পড়েছেন বানভাসি পরিবারগুলো। এমন অবস্থায় বাসভাসি পরিবারের মাঝে শুকনো খাদ্য সামগ্রী নিয়ে বানভাসিদের পাশে দাঁড়ালেন উপজেলার সামাজিক সেবামূলক ‘মানবতার সেবায় আমরা’ সংগঠন এর কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা।
সোমবার (২৭ জুন) দিনব্যাপি উপজেলার গাবসারা, নিকরাইল, গোবিন্দাসী ও অর্জুনা ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক বানভাসি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন সংগঠনের সদস্যরা।খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- ৫ কেজি চাল ১ কেজি আলু, ১ কেজি চিড়া, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, এক প্যাকেট গুড়া দুধ, ম্যাচ, মোমবাতি, ওরস্যালাইন ও প্যারাসিটমল ইত্যাদি। এছাড়া নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ন্যাপকিনও প্রদান হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- সংগঠনের সদস্য মমিনুল ইসলাম, আশিকুর রহমান, মো. রাকিব মিয়া, রিফাত হোসেন, মো. লিখন মিয়া, সুমন খান, নুসরাত বেগম, আয়েশা আক্তার, আঁখি আক্তার প্রমুখ।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post