কোরবানির ঈদকে সামনে রেখে গরু চুরি ও বিকাশ প্রতারণা রোধে গরুর খামারী ও বিকাশ এজেন্ট ব্যবস্যায়ীদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় সভা করেছে টাঙ্গাইলের কালিহাতী থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ১১টায় কালিহাতী থানার আয়োজনে থানার গোল ঘরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান, পুলিশ পরিদর্শক তদন্ত মনিরুজ্জামান শেখ, নাগবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বিপ্লব, বল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাশেদুল হাসান লাভলু, থানার সেকেন্ড অফিসার এসআই মাহাবুল ইসলামসহ থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলার প্রায় অর্ধ শতাধিক খামারি অংশ নিয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
এসময় কোরবানির ঈদকে ঘিরে গরু চুরি ও ডাকাতি বন্ধে নানামুখী পদক্ষেপের পাশাপাশি পুলিশি তৎপরতা বৃদ্ধির কথা তুলে ধরে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান খামারীদের উদ্দেশ্য বলেন, আমাদের কৃষি প্রধান দেশে কৃষকের মুল চালিকাশক্তি হলো গরু। একটি গরু বা খামার মালিকরা গরু লালন পালন করতে গিয়ে সারাজীবনের পুঁজি বিনিয়োগ করতেও দ্বিধা করেন না। দেশের গরু মালিকেরা অনেকেই ব্যাংক লোন নিয়ে গরু কিনে লালন পালন এবং খামার গড়ে তুলেছেন। এই গরু গুলো চুরি হলে ঐ কৃষক বা খামারির সবশেষ হয়ে যায়। হয়ে যায় সর্বস্বান্ত। এসময় তিনি যারা চুরি করবে বা চুরিতে সহযোগীতা করবে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী প্রদান করেন।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post