টাঙ্গাইলের কালিহাতীতে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে উপজেলার পাইকড়া ইউনিয়নের শিহরাইল ও গোপালপুর গ্রামের সংঘর্ষের ঘটনায় জহিরুল ইসলাম নামের এক ব্যক্তি নিহতের ঘটনায় এজাহারভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে প্রেরণ করেছে কালিহাতী থানা পুলিশ ।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জুন) ভোরে গাজীপুরের কালিয়াকৈর থেকে আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গোপালপুর গ্রামের মোসলেমের ছেলে পাভেল, শহিদের ছেলে জসিম, অক্কু মিয়ার ছেলে জামাল, বাবলু মিয়ার ছেলে আজগর ও আব্দুল খালেকের ছেলে রাসেল।
এর আগে গত ২৮ মে পাইকড়া ইউনিয়নের ৯নং ইউপি সদস্য ফরমান আলী, ছোটন ও বলরামকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্তকারি কর্মকর্তা কালিহাতী থানার এসআই আল-আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কালিয়াকৈর থেকে আসামিদের গ্রেফতার করা হয়।
কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post