আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী পৌরসভায় দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত অসহায় ও হত-দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) সকালে কালিহাতী পৌরসভা কার্যালয়ে ৩ হাজার ৮১ জনের মাঝে ওই চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম।
এসময় কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, তদারকি কর্মকর্তা ও উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মাহবুবুল আলম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর সহ কাউন্সিলরবৃন্দ।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post