ঢাকা ওয়াসার পানি ব্যবহারের জন্য আগামী সেপ্টেম্বর থেকে আরও ৫ শতাংশ খরচ বাড়ছে। বৃহস্পতিবার ঢাকা ওয়াসার ২৯৩ বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য দীপ আজাদ বলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
তিনি আরও বলেন, এ বছর পানির দাম আর বাড়েনি। আইন অনুযায়ী ঢাকা ওয়াসা বোর্ড প্রতিবছর ৫ শতাংশ সমন্বয় করতে পার। সেটাই করা হয়েছে।
গত বছরের ২৫ মে সর্বশেষ পানির দাম ৫ শতাংশ বাড়ায় ঢাকা ওয়াসা। সে অনুযায়ী বর্তমানে আবাসিক সংযোগে প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানির দাম পড়ছে ১৫ টাকা ১৮ পয়সা। বাণিজ্যিক সংযোগে এই দাম ৪২ টাকা।
৫শতাংশ বাড়লে প্রতি এক হাজার লিটার পানির দাম ৭৬ পয়সা বেড়ে হবে ১৫ টাকা ৯৪ পয়সা। আর বাণিজ্যিক সংযোগে দাম হবে ৪৪ টাকা ২০ পয়সা।
এর আগে গত ফেব্রুয়ারিতে পানির দাম ৪০ শতাংশ বাড়ানোর প্রস্তাব বিশেষ বোর্ড সভায় উপস্থাপন করেছিল ওয়াসা। বোর্ডের বেশিরভাগ সদস্য তাতে আপত্তি জানালে পরে ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়। সে প্রস্তাবও তখন বোর্ডের অনুমোদন পায়নি।
এদিকে পানির দাম বাড়ার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। তারা বলছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে প্রতিষ্ঠান পরিচালনা করে পানির দাম মানুষের নাগালের মধ্যে আনতে হবে। একইসঙ্গে পানিপ্রাপ্তির বৈষম্যও দূর করতে হবে।
সূত্র : যুগান্তর
Discussion about this post