টাঙ্গাইলের কালিহাতী নার্সিং ইনস্টিটিউটের ৯ম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৩ জুলাই) দুপুরে কালিহাতী রুপালি ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের সামনে কালিহাতী নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।
নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী নার্সিং ইনস্টিটিউট ও রুপালী ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের চেয়ারম্যান ডাঃ মোঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ আতিকুর রহমান, কালিহাতী নার্সিং ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোঃ আঃ আজিজ মিয়া, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সেবা তত্বাবধায়ক খোদেজা খাতুন প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,কালিহাতী নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রওশনা আক্তার।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post