রঙ্গীন স্বপ্নের ঠিকানায় গেলেন ১৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ১৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলেন জমিসহ স্বপ্নের ঠিকানা নতুন সেমিপাকা রঙ্গীন ঘর।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে গণবভন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘরগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর উদ্বোধন শেষে কালিহাতী উপজেলা পরিষদ হল রুমে সুবিধাভোগীদের হাতে জমির দলিলাদিসহ প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, নাগবাড়ী ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল কাইয়ুম বিপ্লব ও বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদ প্রমুখ।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সুবিধাভোগী পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
সূত্রে জানাযায়, মুজিব শতবর্ষ উপলক্ষে অগ্রাধিকার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে কালিহাতী উপজেলার ১৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দুই শতক জমিসহ দ্বিকক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। ঘরের সাথে সংযুক্ত রান্নাঘর, সামনে খোলা বারান্দা ও টয়লেট রয়েছে।
ঘরের দলিলাদি হাতে পেয়ে অসহায় হতদরিদ্র পরিবারগুলো খুশিতে আত্মহারা।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post