টাঙ্গাইল সদর উপজেলার ছোট বৈন্নাফৈর গ্রামে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মোহাম্মদ আলীকে হত্যার প্রতিবাদে আসামীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১ আগস্ট) সকালে দাইন্যা ইউনিয়নের সর্বস্তরের জনগনের উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্বাস আলী, নিহত মোহাম্মদ আলীর ভাই আলাল উদ্দিন, মেয়ে মর্জিনা বেগম, ছেলে মোসলেম মিয়া প্রমুখ। বক্তারা বলেন, আসামীরা এলাকায় প্রভাবশালী। মামলা তুলে নিতে আসামীরা বিভিন্নভাবে মামলার বাদি মর্জিনা আক্তারকে হুমকি দিচ্ছে। আসামীদের দ্রæত গ্রেপ্তারের জন্য প্রশাসনের নিকট সুদৃষ্টি কামনা করেন তারা।
প্রসঙ্গত, গত ২৪ জুলাই জমির সীমানা প্রাচীর তোলাকে কেন্দ্র করে মোহাম্মদ আলীর ভাই ও ভাতিজাদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা মোহাম্মদ আলীর উপর হামলা করে। স্থানীয়রা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত মোহাম্মদ আলীর মেয়ে মর্জিনা বেগম বাদি হয়ে ওই গ্রামের দবির উদ্দিনের ছেলে হাসেম আলী, রফিক মিয়া, তোফাজ্জল হোসেন, আ. রহমান ও ময়দান আলী, মৃত খুদু শেখের ছেলে দবির উদ্দিন, মৃত ইনছাদ আলীর ছেলে হযরত আলী, হাসেম আলীর স্ত্রী শিল্পী বেগমসহ অজ্ঞাত আরও তিন-চার জনকে আসামী করে মামলা দায়ের করে। পরে পুলিশ দবির উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর মোশারফ হোসেন জানান, মামলার এজাহার ভুক্ত আসামী দবির উদ্দিনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post