টাঙ্গাইলের কালিহাতীতে কুড়াল দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা করেছেন মানষিক ভারসাম্যহীন ছেলে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (০২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার পাঁচ চারান এলাকায় ।
নিহত ওই ব্যক্তির নাম আলী আজগর (৬৫)। এ ঘটনায় নিহতের ছেলে রাশেদ মিয়াকে (৩০) ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাশেদ মানষিক ভারসাম্যহিন। রাতে হঠাৎ করেই কুড়াল দিয়ে তার বাবা আলী আজগরকে কুপিয়ে হত্যা করে। পরে রাশেদ স্থানীয় একটি মসজিদে গিয়ে ইমামকে জানায় যে সে তার বাবাকে হত্যা করেছে আপনি একটু মাইকে প্রচার করেন। এসময় ইমাম স্থানীয়দের সহযোগীতায় রাশেদকে আটক করে পুলিশে খবর দেয়। সকালে পুলিশ গিয়ে আলী আজগরের মরদেহ উদ্ধার ও রাশেদকে গ্রেপ্তার করে।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post