টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঐতিহ্যবাহী চারান বিলে মাছ ধরা উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিলে জাল ফেলে মাছ ধরা হয়।দীর্ঘদিন পর প্রকৃত মৎস্য জীবিরা বিলে মাছ ধরতে পেরে আনন্দে আপ্লুত।এসময় উপস্থিত ছিলেন,উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো.নাছির উদ্দিন,কোকডহড়া ইউপি সদস্য আ.সামাদ কমল,মহিলা ইউপি সদস্য ফাহিমা খানম,৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আরিফ খান,চারান দিবর মৎস্য জীবি সমবায় সমিতির সাধারন সম্পাদক সুকুমার দাসসহ সমিতির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
চারান বিলটি টাংগাইল জেলার সব চেয়ে বড় বিল ২.৫ কি.মি. লম্বা এলাকা জুড়ে বিলটির জলসীমা বিস্তৃত।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post