টাঙ্গাইলের কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন হয়েছে ।
বৃহস্পতিবার সকাল ১১টা কালিহাতী উপজেলা পরিষদ প্রাঙ্গণে এম রহমান মেমোরিয়াল হাসপাতালের সার্বিক সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হুসেইন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম,কালিহাতীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো.নাছির উদ্দিন, সল্লা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল আলীম, গোহালিয়াবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ, এম রহমান মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইসলাম মিন্টু।
অন্যান্যের মধ্যে এসময় স্বেচ্ছাসেবী মনির, রেদোয়ান মাসুদ, আসলাম, হাবিবুর রহমান, রিফাত, আনোয়ার, শাকিল, আলিফ, সাব্বিরসহ উপস্থিত ছিলেন।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post