চট্টগ্রামে কিডনি রোগের উন্নত চিকিৎসা ও মান সম্পন্ন ডায়ালাইসিসের অভাব প্রকট

 

আলহাজ্ব মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের পরিচালক, তরুন উদ্যোক্তা বোরহান এইচ চৌধুরীর সাথে গতকাল দুপুর ৩ টায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম জিইসি ক্যাম্পাসে কিডনি রোগী কল্যাণ সংস্থার সভাপতি সৈয়দ মোহাম্মদ জাহেদুল হক এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় বোরহান এইচ চৌধুরী চট্টগ্রামে উন্নত চিকিৎসা ও মানসম্পন্ন ডায়ালাইসিস বিশেষ করে লো-পেশার কিডনি রোগীদের ডায়ালাইসিস ব্যবস্থার প্রকট অভাবের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বাবার কিডনি ড্যামেজ পরবর্তী চিকিৎসার অভিজ্ঞতার আলোকে বলা যায় চট্টগ্রামে ক্রমবর্ধমান কিডনি রোগীর তুলনায় মানসম্পন্ন চিকিৎসার জন্য চট্টগ্রাম বরাবরের মতো পিছিয়ে আছে। এ সংকট উত্তরণে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ সময়ের দাবী। কিডনি রোগী কল্যাণ সংস্থার সভাপতি সৈয়দ মোহাম্মদ জাহেদুল হক বলেন, কিডনি রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল ও দীর্ঘ মেয়াদী। মৃত্যুর দিনক্ষণ পর্যন্ত চিকিৎসা চালিয়ে যাওয়া ছাড়া আর কোন বিকল্প থাকে না। এমন বাস্তবতায় দরিদ্র-হত-দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য চট্টগ্রামই একমাত্র ভরসা। যেখানে অর্থাভাবে বিনা চিকিৎসায় অগণিত রোগী মৃত্যুবরণ করছে সেক্ষেত্রে চট্টগ্রামের বাইরে বা বিদেশে চিকিৎসা করার সামর্থ প্রায় ৯০ শতাংশ রোগীর সাধ্যের বাইরে। এ সময় বোরহান এইচ চৌধুরী এমন বাস্তবতার সাথে একমত পোষন করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে আশ^স্ত করেন। পরিশেষে কিডনি রোগী কল্যাণ সংস্থার পক্ষ থেকে প্রকাশিত “ঝধাব ঃযব করফহবু ঝধাব ঃযব খরভব” বুকলেট তুলে দেন সংস্থার সভাপতি সৈয়দ মোহাম্মদ জাহেদুল ও সিনিয়র সদস্য মোহাম্মদ আলমগীর।