আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে বাড়ছে পানিবাহিত রোগ। কোন ভাবেই থামছে না পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। সাম্প্রতিক বন্যার পর থেকে প্রতিদিন শত-শত মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন আরও ৩৩৪ জন। তন্মধ্যে সিলেটে ৪৭, সুনামগঞ্জে ৫৬, মৌলভীবাজারে ১১০ ও হবিগঞ্জে ১২১ জন রয়েছেন। তাদের তথ্যানুসারে, সিলেট বিভাগে সবমিলিয়ে পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ১৬১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ৮ হাজার ৪৫৭ জন রোগী হবিগঞ্জ জেলার। বাকিদের মধ্যে সিলেট জেলার ৪ হাজার ৮৪২ জন, সুনামগঞ্জের ৪ হাজার ৩২৬ জন ও মৌলভীবাজার জেলার ৬ হাজার ৫৩৬ জন রোগী রয়েছেন।
জানা গেছে, গত মে ও জুন মাসে দুই দফায় বন্যার কবলে পড়ে সিলেট। বিশেষ করে দ্বিতীয় দফার বন্যা ছিল স্মরণ কালের সবচেয়ে ভয়াবহ। এই বন্যা সিলেট অঞ্চলের প্রায় ৮০ ভাগ এলাকা ভাসিয়ে দেয়। বন্যার দূষিত ও বিষাক্ত পানি থেকে ছড়াতে থাকে পানিবাহিত রোগ। বন্যার পর ক্রমেই রোগীর সংখ্যা বাড়তে থাকে। পানিবাহিত রোগের মধ্যে ডায়রিয়া, চর্ম রোগ, চোখের প্রদাহ প্রভৃতি রয়েছে।
Discussion about this post